নিউজ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ডালিম ও ফেরদৌস নামে দু'জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।
গত শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ দু'জনই রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.