মোঃ মাসুম বিল্লাহঃ-
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ,
হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর।
তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ।
আজকে এই দিনটা তোমার।
তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর।
আমার প্রিয় মেয়ের জন্মদিনের শুভেচ্ছা। যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে একটি মেয়ের বাবা হওয়া কত গর্বের।
আজ আমাদের বছরের প্রিয় দিন, কারণ এটি সেই দিন যখন তুমি আমাদের জীবনে এসেছিলে। এই দিনে আমরা তোমার জন্য শুভ কামনা করি।
আজ থেকে নতুন একটি পাতায় শুরু হোক তোমার জীবনের গল্প।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.