নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভায় গ্রেনেড হামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভায় বক্তরা এ দাবি জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আল আমিন সরকার,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।