নিউজ ডেস্ক:
চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসন্ন এ আসর। টুর্নামেন্টে টাইগারদের প্রথম পরিক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। তাইতো আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যেই দেশ ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ শিবিরে রয়েছে অস্বস্তি কারণ দলের নির্ভরযোগ্য ওপেনার লিটন কুমার দাসকেই ছাড়াই শ্রীলঙ্কার বিমান উঠেছে বাংলাদেশ দল। শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি এ ওপেনার।
প্রথমবারের মতো এশিয়া কাপের দলের যুক্ত হওয়া তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবও ছিলেন অনুপস্থিত। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পরবর্তী ফ্লাইটে লঙ্কার বিমান ধরবেন তানজিম সাকিব। লিটন এবং তানজিম সাকিব বাদে রোববার দুপুরে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টাইগারদের বাকি সদস্যেরা।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন টাইগার দলের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার তাসকিন আহমেদ। জানালেল নিজেদের এশিয়া কাপ নিয়ে কিছু স্বপ্নের কথাও। তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপের ফাইনাল যদি খেলতে পারি… সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং ভালো করতে পারি।’
ইনজুরিকে জয় করে দলে নিজের শক্ত অবস্থান তৈরি করা তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.