নিউজ ডেস্ক ঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ই আগষ্ট) সকাল ১১টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
দোয়া অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ছেলে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এরফান হোসেন দীপ সভাপতিত্ব করেন।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহাআলম, আওয়ামীগ নেতা তাইজুদ্দিন আহমেদ, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আরমান মাহমুদ, শাহজালাল,আলী হোসেন, সেলিম মিয়া, রাসেল, ছাত্রলীগ নেতা কবির প্রধান, শফিকুল ইসলাম শান্ত,আরাফাত ইসলাম সিয়াম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুর ইসলাম খোকন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবার এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.