নিউজ ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে এলসন গ্রুপকে
৩ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
৯অক্টোবর ২০২৩ ইং সোমবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন,
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এলসন কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু,কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন করে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদ উত্তীর্ণ ছিল। এসব কারণে এ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে ভবিষ্যৎএ তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.