নিউজ ডেস্ক:- নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে মারিখালি নদি থেকে ভাসমান অবস্থায় ১৮ বছরের অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
৮ নভেম্বর ২০২৩ ইং বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মারিখালি ব্রীজের পশ্চিম পাশে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মারীখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মৃতের লাশ উদ্ধারের সময় অজ্ঞাত যুবকের পরনে নীল রংঙের জিন্সের পেন্ট খোলা অবস্থায় পায়ের গিরায় আটকা ছিল।
বৈদ্যেরবাজার ফাঁড়ি নৌপুলিশের ইনচার্জ মোঃ মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীর শাখা মারীখালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.