সময় বার্তা ৭১ ডট কমঃ-
নিখোঁজ সংবাদঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁও গ্রাম হইতে নুনেরটেক মেলায় যাওয়ার পথে মোঃ হৃদয় হাসান নামের একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক ১৩ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক,ডান হাতের কব্জির উপর পোড়া দাগ আছে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, পরণে ছিল কালো রংয়ের সোয়েটার কালো শাট ও কালো প্যান্ট । তার পিতার নাম-এমএম আমান উল্লাহ ও মাতার নাম রুমকি বেগম।
সে গত ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রাম হইতে নুনেরটেক লালপুরী মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার মা ও নিকট আত্মীয়রা।
সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মাতা রুমকি বেগম সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ৮৬ তারিখ ০২/১২/২০২৩ ইং।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে সোনারগাঁ থানার ওসি (01320-090533) অথবা রুমকী বেগম (01778-844194) অথবা আজকের সংবাদ ডটকম ( 01926-870727) এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.