বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে হেলাল গংদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক ।

সোনারগাঁওয়ে বালু ভরাট করে ফসলি জমি দখলের অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

সময় বার্তা ৭১ ডটকমঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ও ছয়হিস্যা এলাকায় কয়েক শত একর ফসলি জমিতে অবৈধভাবে ৬টি ড্রেজার বসিয়ে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে।

এ সময় কান্দারগাঁও, ভবনাথপুর, ভাটিবন্দর, রতনপুর জৈনপুর ও ছয়হিস্যাসহ ৬-৭টি গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে তাদের জমি রক্ষা করতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের ড্রেজারের উপর হামলা চালিয়েছে।

৪ ডিসেম্বর ২০২৩ ইং সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে আব্দুর রহমান সরকার (৭৫), ও একই এলাকার তারেক সরকার, শাহাজালাল, মাজারুল ইসলাম এবং কামাল মোল্লাসহ একাধিক এলাকাবাসী জানান, একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে পশ্চিম কান্দারগাঁও গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী পলিথিন জাকিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি ভূমিদস্যূ বাহিনীর দল মেঘনা নদীতে ৬টি ড্রেজার বসিয়ে গত ৫-৬দিন যাবত অবৈধভাবে জোর পুর্বক বালু ভরাট করে দখল করে নিচ্ছে এলাকাবাসীর কয়েক শত একর ফসলি জমি।

এ ঘটনায় গত শনিবার (২ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষে আব্দুর রহমান সরকার বাদী হয়ে সোনারগাঁও থানায় ভূমিদস্যূ পলিথিন জাকির ও তার ছোট ভাই আল আমিন, দুধু মিয়া এবং শহীদ মিয়াসহ ৭-৮জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমি আমার নিজের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ করিতেছি, কারো জায়গায় বালু ভরাটের কাজের সঙ্গে আমি জড়িত না।

অন্যদিকে সোনারগাঁও থানার তদন্তকারি কর্মকর্তা এস আই মোঃ ইমরান হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দিয়ে আসছি এবং উভয় পক্ষকে তাদের জমির মালিকানা কাগজপত্র নিয়ে ওসি স্যারের সঙ্গে দেখা করে মিমাংসা করতে বলেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর