সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী এলাকায় রজ্জব আলী ওরফে রজ্জা (৫০) নামে এক চালককে গলায় রশি পেঁচিয় শ্বাসরুদ্ধ করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তরা চালকের ব্যবহৃত ব্যাটারী চালিত অটোবাইক গাড়িটি ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। সোমবার দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে দিনমজুর রজ্জব আলী রজ্জা প্রতিদিনের ন্যায় সোমবার সকালে পিরোজপুর মোল্লা মার্কেট থেকে গাড়ি মালিক রবিউলের কাছ থেকে ভাড়াই চালিত অটোবাইটি নিয়ে বের হয়। পরে দুপুরে লোক মাধ্যম জানতে পারে যে গাড়ির চালক রজ্জব আলী ওরফে রজ্জা বৈদ্যেরবাজার গাবতলী এলাকায় হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.