নিউজ ডেস্ক ঃ-
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় কাপড় কিনতে গিয়ে গত ২২ ফেব্রুয়ারী নিখোঁজ হন সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী মো. ছাদেক মিয়া। নিখোঁজের ৩ দিন পর আজ বুড়িগঙ্গা নদী থেকে নিহত ছাদেক মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাপড় ব্যবসায়ী ছাদেক মিয়া সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ছোট মুসলিকান্দা গ্রামের আঃ মজিদের ছেলে।
নিহত ছাদেকের চাচাতো ভাই সেন্টু জানান, নিহত ছাদেক মিয়া মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গত ২২তারিখ সকালে সে পাইকারী কাপড় কিনতে কেরানীগঞ্জ যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পরের দিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে আজ সকালে বাবু বাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি অর্ধগলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে পুলিশ ছাদেকের পরিবারকে খবর দিলে তার স্বজনরা থানায় গিয়ে তার লাশ সনাক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.