সময় বার্তা ৭১ ডটকম:-
সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে রমজান। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শাবান ২৯ দিনে শেষ হয়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে তারা আগামী মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
এদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে আগে চাঁদ দেখা যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে রোজা শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার অবস্থান পূর্ব গোলার্ধে। তাই সেখানকার সময় পশ্চিম গোলার্ধসহ অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকে।
উল্লেখ্য, বাংলাদেশের আকাশে সোমবার রমজানের চাঁদ দেখা হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজ পালন শুরু হবে। সেক্ষেত্রে সোমবার প্রথম তারাবিহ নামাজ পড়তে হবে।