নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ফু্লহর ২৭নং ওয়ার্ড থেকে ভারসাম্যহীন লুতফা আক্তার ১৯ বছরের একটি যুবতী মেয়ে
নিখোঁজ হয়েছেন।
১৪ই মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকা হতে তাকে খুঁজে পাওয়া যায়না।
অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নিখোঁজ লুতফা আক্তারের পিতা মোঃ আমান উল্লাহ ১৭ই মার্চ রবিবার বন্দর থানায় একটি লিখিত জিডি দায়ের করেন যার নং-৭৭৫
বর্ণনা গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ফুট, হারানোর সময় পরনে ছিলো খয়েরি রং এর বোরকা ও গোলাপি রং এর হিজাব।
যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিন্মোক্ত নাম্বারে অথবা বন্দর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।
মেয়ের বাবা মোঃ আমান উল্লাহ
01405466083
মেয়ের কাকা কাইয়ুম মিয়া
01713-504432