মোঃ মাসুম বিল্লাহ :-
নগদ ৪৯,০০,০০০/- লক্ষ জাল টাকা সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নগদ ৪৯,০০,০০০/-(ঊন পঞ্চাশ লক্ষ) জাল টাকা সহ ০২(দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামঃ ১। মোঃ আঃ রহমান (৫২), পিতাঃ মৃত রোস্তম আলী; সাং- নানাখী, থানাঃ সোনারগাঁ, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। মোঃ বাবুল (৬০), পিতাঃ মৃত আজিম উদ্দীন, সাং- নানাখী, থানাঃ সোনারগাঁ, জেলাঃ নারায়ণগঞ্জ।
অদ্য ২১/০৪/২০২৪ ইং রাত ০২.৩০ ঘটিকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময়ে সোনারগাঁও থানার এসআই (নিঃ)/ মেহেদী হাসান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোনারগাঁও থানাধীন নানাখী সাকিনস্থ নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠে কতিপয় আসামীরা জালটাকাসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ০২(দুই) জন আসামীদের হেফাজতে থাকা গোলাপী রঙের একটি লাগেজ হতে মোট ৪৯,০০,০০০/-(ঊন পঞ্চাশ লক্ষ) জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।