বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে হেলাল গংদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক ।

এবারেও এসএসসি পরীক্ষায় সেরা গৌরবোজ্জল অর্জন করেছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত
Oplus_131072

মোঃ মাসুম বিল্লাহ:-
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর স্ব স্ব প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে।

মেধা লালনে অনন্য ডেমরার দেশসেরা শিক্ষাঙ্গন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো নজরকাড়া সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অবতীর্ণ ১২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩৬ জন এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ।

প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন থেকে এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫৪ জন এ+ পেয়েছে।

ইংলিশ ভার্সনের অভিভাবক ব্যাংকার জনাব মো. শহীদুল ইসলাম বলেন, “প্রথমবার হলেও ইংলিশ ভার্সনের এসএসসির রেজাল্ট সত্যিই খুব ভালোলাগার মতো হয়েছে। অভিভাবক হিসেবে ইংলিশ ভার্সনের রেজাল্টের জন্য আমি সম্মানিত প্রিন্সিপাল স্যার ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “আল্লাহর কাছে আমরা শোকরিয়া জ্ঞাপন করছি অর্জিত ফলের জন্য। পরীক্ষায় অবতীর্ণ আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করতে পেরেছে। সকলের সম্মানিত প্রচেষ্টা, শিক্ষকবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।”

প্রতিষ্ঠানের গভর্নিংবডির চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূইঁয়া সেন্টু সুন্দর ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থীদের অভিনন্দিত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর