নিউজ ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনবহুল এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তুপ পরিস্কার করলো বিডি ক্লিন সোনারগাঁও নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৭ জুন) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তায় স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া তরুণদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ সম্মিলিত ভাবে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে হ্যান্ড গ্লাভস, ঝাড়ু, বেলচা ও ভ্যান গাড়ি নিয়ে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করে।
জানা যায়, প্রতি শুক্রবার সচেতনতা তৈরি করতে সাপ্তাহিক পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ২০১৯ সাল থেকে বিডি ক্লিন সোনারগাঁওয়ে ইতিমধ্যে ১৬৫টি জায়গা পরিচ্ছন্ন করেছে।
স্থানীয় জনপ্রতিনিধি পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম রেজা বলেন, "বিডি ক্লিনের ছেলে-মেয়েদের সামাজিক কাজ গুলো আমাদের কে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে ভাবিয়ে তুলে। এদের প্রতি আমরা কৃতজ্ঞ"।
বিডি ক্লিনের সোনারগাঁও জোনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন, "আমরা ইভটিজার ও কিশোর গ্যাং মুক্ত পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত নিজের অর্থ ও শ্রমের ভিত্তিতে সচেতনতা তৈরির মাধ্যমে এ ধরনের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি"।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.