নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মল্লিকপাড়া এলাকা থেকে অজ্ঞাত নারীর(৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার দূপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মল্লিকপাড়া এলাকার মহাসড়কের পাশ থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম কামরুজ্জামান বলেন,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে যে প্রায় ১ সপ্তাহ আগে এই নারীর লাশ এখানে ফেলে রাখা হয়েছে।এবং নাম ঠিকানা ও পরিচয় এখনো জানা যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম কামরুজ্জামান বলেন ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.