মোঃ মাসুম বিল্লাহঃ-
নিজ হাতে তিলে তিলে গড়ে তোলা প্রাণের চেয়েও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জের জয়েনিং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হেড টিচার হিসেবে ০১/০১/১৯৯৯ ইং সাল নিয়োগ পাই।
কিন্তুু ০১/০১/১৯৯৯ইং সাল থেকে আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের লোকেরা আমাকে চেয়ারে বসে কাজ করতে দেয়নি।
১৬/০৬/২০০৯ থেকে ১৮/০৮/২০২৪ ইং পর্যন্ত (১৫ বছর ২মাস ৩দিন)। এর মধ্যে হারিয়েছি অনেক আপনজন, বান্টি এলাকার অনেক ঘনিষ্ঠ মুরুব্বি,যারা আমাকে অনেক ভালোবাসত এবং আদর করত। এই ১৫বছরে বান্টি এলাকার অনেক মানুষ মৃত্যু বরন করেছেন যাদের জানাযায় আমার শামিল হওয়ার কথা ছিল কিন্তুু আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের লোকদের অত্যাচারের কারনে জানাযায় শরীক হতে পারি নি।
এর মধ্যে বিশেষ কিছু অর্জনও করেছি এমফিল, পিএইচডি ডিগ্রি, অনেকগুলো বই তৈরি করেছি ইত্যাদি। বয়সও হয়েছে অনেক... এগুলো সবই মহান আল্লাহর একান্ত কৃপা, অনুকম্পা, দয়া এবং মেহেরবানি ছাড়া আর কিছুই নয়!
আজকে ইনস্টিটিউটের সরাসরি অংশগ্রহণের কিছু স্থিরচিত্র উপস্থাপন করা হলো আমার প্রিয় মানুষগুলোর দোয়া পাওয়ার প্রত্যাশায়.....
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- আমার
প্রচুর পরিমাণ সাবেক ছাত্রের প্রাণবন্ত অংশগ্রহণ যাদের অধিকাংশই বিগত ১৫ বছরে কোনো দিনও আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের অত্যাচারের কারনে ইন্সটিটিউটে যাননি।
আলহামদুলিল্লাহ ১৫ বছর পর দেশকে নতুন রুপে স্বাধীনতা অর্জন হওয়ার পর আজ আমরা একত্রিত হলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠা প্রিন্সিপাল শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসেন ভূঁইয়া।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.