নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগষ্ট রোববার সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ রাইট টু ইনফরমেশন ফোরামের সভাপতি ওতথ্য অধিকার আইনের ময়নাতদন্ত গ্রন্থের রচয়িতা তারেক মাহমুদ জর্জ।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হাবিব,সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক হাফেজ পারভেজ,সহসভাপতি ফজলুল হক ভূঁইয়া,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ মহিন সরদার, মাইটিভি এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল
এ সময় বক্তরা বলেন, তথ্য পাওয়া এ দেশের মানুষের অধিকার। বিভিন্ন তথ্য পেতে সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.