নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
এর আগে, প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, ২০২২ সালের ৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ পায় গোলাম মোস্তফা রাসেল। তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় উওীর্ন হয়। তিনি তার কার্যক্ষেএে কর্মক্ষমতার বলে একাধিক বার পিপিএম পদক লাভ করেছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.