বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে হেলাল গংদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক ।

সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের সাদীপুরের ওলামা নগরের পতিতালয় জামাত শিবিরের উদ্যোগে উচ্ছেদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত
Oplus_0

নিউজ ডেস্কঃ- সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর ওলামা নগরের সুমি আক্তার রুম ভাড়া নিয়ে বিভিন্ন পতিতা মেয়েদের এনে জমা রাখে।

কখনো তার ভাড়াটিয়া বাসায় কিংবা হোটেলে রাতযাপন করতে হয় নতুন নতুন খদ্দেরের সঙ্গে।আর এর সঙ্গে যুক্ত থাকে কয়েকজন দালালচক্র।
এতে এলাকার স্কুল কলেজের ছেলেরা খারাপের দিকে চলে যাচ্ছে।

তাই আজ শুক্রবার পবিত্র জুমু’আর নামাজের পর সাদিপুর আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর ও সোনারগাঁ থানার উত্তরের জামায়াত ইসলামের আমীর মোঃ ইসাক সাহেবের নেতৃত্বে এলাকার মুরুব্বী ও জামাত শিবিরের এবং বিভিন্ন স্তরের লোকজনদেরকে নিয়ে সুমির ভারাটিয়া বাসায় যায় এবং সুমিকে বলে আসে যাতে আজকের পর থেকে আর কোনদিন যাতে এখানে পতিতালয় হিসেবে কোন বাসা না থাকে।
তালতলা ফারির ইনচার্জকে বলা হয়েছ এবং সোনারগাঁও থানার ওসিকে বলা হয়েছে।

২০১২ সালে আমাদের দেশে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন তৈরি হয়। এ আইনের ১২(১) ধারায় বলা আছে, কোনো ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করিলে অথবা তাহা স্থাপন বা পরিচালনা করিতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বছর এবং অনূ্যন ৩ (তিন) বছর সশ্রম কারাদন্ডে এবং ইহার অনূ্যন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।

এ আইনের ১৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা গৃহের বাইরে পতিতাবৃত্তির উদ্দেশ্যে মুখের ভাষায় বা অঙ্গভঙ্গি করে বা অশালীন ভাবভঙ্গি দেখিয়ে অন্য কোনো ব্যক্তিকে আহ্বান জানালে সে অপরাধ করেছে বলে গণ্য হবে। এ রকম অপরাধের জন্য সে অনধিক তিন বছর কারাদন্ডে অথবা সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। আমাদের দন্ডবিধির ২৯০ ধারায় গণ-উপদ্রব নামের একটি আইন আছে। সেই আইনের অধীনে অনৈতিক কাজে লিপ্তদের শাস্তি সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর