নয়াপুর বাজার কমিটির বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের কুখ্যাত সন্ত্রাসী আতিকুর বাহিনীর বিএনপি নেতা হাজী সেলিমের উপর হামলা।
মোঃ মাসুম বিল্লাহ :নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে রেলওয়ে লিজকৃত জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর ) আনুমানিক সকাল ১০টায় সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর কাচাঁবাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে ।
স্থানীয়রা জানান,যে নয়াপুর বাজার কমিটির বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কুখ্যাত সন্ত্রাস বাহিনী আতিকুর, আমিনুল, তাওলাদ, শামীম, জসিম, ছমির আলী, মনির হোসেন সহ অন্যান্ন কুখ্যাত সন্ত্রাসী বাহিনী ২কোটি ৫০ লক্ষ টাকা খেয়ে ফেলে।
এই তথ্য জানার পর সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা সাহেব তাদেরকে কমিটি থেকে বরখাস্ত করে দেন।
তারপরও তারা ক্ষ্যান্ত হয়নি তারা সরকারি জাগা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবং সাদিপুর ইউনিয়নের মূল দলের সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারের রেলওয়ে থেকে লিজে আনা জায়গা প্রায় দের যুগ ধরে বেআইনি ভাবে দখল করে আসছে।
হাজী সেলিম সরকারের লিজকৃত রেলওয়ের জায়গায় বালু বরাট ও পিলার দিয়ে বেড়া দিতে গেলে নয়াপুর বাজার কিমিটির আওয়ামী লীগের দুষ্কৃতিকারী কুখ্যাত সন্ত্রাসী লোকজন সহ আতিকুর, আমিনুল, তাওলাদ, শামীম, জসিম, ছমির আলী, মনির হোসেন সহ অন্যান্ন কুখ্যাত সন্ত্রাসী বাহিনী বাঁধা দেয়। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে কথা কাটা কাটির এক পর্যায়ে বাজার কমিটি পক্ষের লোক সন্ত্রাসী আতিকুর রহমান ক্ষিপ্ত হয়ে হাজী সেলিম সরকার কে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং প্রচন্ড মারদর করে এতে সেলিম সরকারের ডান হাতের দুইটি হাড় ভেঙে যায় ও পায়ে আগাত পায়,
পরে হাজী সেলিম সরকারের লোক ক্ষিপ্ত হয়ে সন্ত্রাস বাহিনীর উপর কিল ঘুষির মাধ্যমে আহত করে । পরে উভয় পক্ষের লোকজন আহত হয়।
হাজী সেলিম সরকার জানান, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ে থেকে এ জায়গা লিজে আনি , কিন্তুু আমি বিএনপি করি বিধায় আওয়ামী লীগের লোক জন আমার লিজকৃত জায়গায় আসতে দেয় নাই। আমি মিথ্যা মামলা হামলায় শিকার হয়েছি। তাই রেলওয়ে জায়গায় আসতে পারি নাই। সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সহ বাজার কমিটির লোকজন রেলওয়ে জায়গাটি দখল করে রাখে।
গত ষোল বছর যাবৎ আতিকুর বাহিনী আঃলীগের দলীয় প্রভাব খাটিয়ে নয়াপুর বাজারে রেলওেয়ের জমি অবৈধ ভাবে বিক্রি সহ রামের রাজত্ব কায়েম করে।
যাহা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় রেলওেয়ের জমি অবৈধ ভাবে বিক্রির বিষয়টি প্রকাশ হলেও দলীয় প্রভাব খাটিয়ে পারপেয়ে যায়।
আমি আমার লিজকৃত জায়গায় গেলে কুখ্যাত সন্ত্রাস বাহিনীর দল আমার ছেলে এবং আমাকে আরও লোকজনের উপর আক্রমণ চালায় এতে আমি সহ আমার ছেলে আহত হয়।
এদিকে তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, যদি কেউ অভিযোগ করে আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.