নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
"সন্ত্রাসী,চাঁদাবাজ, দখলদার ও সিন্ডিকেট মুক্ত কাচঁপুর চাই" স্লোগানে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছে "হিলফুল ফুজুল ফাউন্ডেশন" নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
শুক্রবার বাদ আসর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সেনপাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপুর,নয়াবাড়ী এলাকা প্রদক্ষিণ করে।
এসময় "কাচঁপর হিলফুল ফুজুল ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা আল আমিন বলেন"দেশকে উন্নত করতে হলে সমাজ থেকে মাদক সন্ত্রাস,চাঁদাবাজ,দখলদার ও সিন্ডিকেট প্রতিহত করতে হবে।সকল অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন হয়ে রুখে দাঁড়াতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.