সোনারগাঁও প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমার্ক নামক বিদেশী কোম্পানি কর্তৃক উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের একটি কসমেটিকস বিক্রয়কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করছেন চিত্রনায়িকা পূজাচেরী। এতে, বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ইমন। আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ নয়াপুর বাজার সিটি প্লাজায় এ হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি অভিনেত্রী পূজাচেরী বলেন, রিমার্ক নামক কোম্পানির উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের এ বিদেশী কসমেটিকসে স্কীনের কোনো ক্ষতি করবেনা। এটি এ দেশের শিশু, কিশোর- কিশোরী, যুবক-যুবতী ও আবালবৃদ্ধ সকলেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া এসব হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিএসটিআইয়ের পরিক্ষিত ও অনুমোদিত। তিনি বলেন, এসব কসমেটিকস আমি নিজে এবং আমাদের চলচ্চিত্র শিল্পীরা নিয়মিত ব্যাবহার করছি। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই উপস্থিত লোকজন সহ সকলকে নয়াপুরস্থ সিটিপ্লাজার হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্র থেকে এসব কসমেটিকস ক্রয় করতে আহবান জানান অভিনেত্রী পূজাচেরী। হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে হারলান নিউইয়র্ক সোনারগাঁও উপজেলা বিক্রয় প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারলান নিউইয়র্কের ডিএমডি গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিশিষ্ট শিল্পপতি মো. কায়সার ভূঁইয়া। এ সময় চলচ্চিত্র অভিনেত্রী পূজাচেরী ও অভিনেতা ইমন সহ শুভ উদ্বোধনকৃত হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রটি একনজর দেখতে শত শত উৎসুক জনতার ঢল পড়েছিল নয়াপুর বাজার সিটি প্লাজায়