মোঃ মাসুম বিল্লাহঃ-
০১/১২/২৪ইং রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়ন ১২ গ্রামের শতশত বিঘা তিন ফসলি কৃষি জমি চাষাবাদ উপযোগী করার জন্য খাল খনন প্রকল্প পরিদর্শন উপলক্ষে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জামপুর ইউনিয়ন বস্তল এলাকায় বড় খাল খননের এ মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান কৃষকদের সাথে মতবিনিময় কালে বস্তলের খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইব্রাহিম, প্রিন্সিপাল শাজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সে সময় কৃষকরা জোর দাবি জানান অতি শীঘ্রই খাল খনন করার জন্য।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান সোনারগাঁও আইডিয়াল স্কুল ও কলেজের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভায় দোয়া কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মাসুম বিল্লাহ
বার্তা সম্পাদক : মেহবুবা সুলতানা ময়না
বার্তা বাণিজ্যিক কার্যালয়: হাজী সুপার মার্কেট, সোনাপুর,
কাঁচপুর, সোনারগাঁ, নারায়নগঞ্জ।
Copyright © 2025 সময় বার্তা ৭১. All rights reserved.