বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক । সোনারগাঁওয়ে ১২ গ্রামের কৃষি জমি চাষাবাদ ও খাল খননের উপযোগী করার জন্য কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কামতাল মালিভিটা নুরুন আলা নূর এসহাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার সাহেবের নামে নাম ফলকের উদ্বোধন। ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ 

চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজারুল   ইসলাম হিরন ভুইয়া ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ  লিটনের, বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখলসহ নানা  অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবি করে কেন্দ্রে আবেদনের ঘটনায় আলোচনা সৃষ্টি হয়েছে।

এ সকল অভিযোগ মিথ্যা বানোয়াট দাবি করে হিরন বলেন, আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, এগুলো সবই মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রানদিত,আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি, আমরা বিষয়টি বারবার মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে এ বিষয়টি  অবহিত করেছি, তিনি বলেছেন দলের বিরুদ্ধে কেউ অপপ্রচার  ও ষড়যন্ত্র  করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমুলক অভিযোগ আনা হয়েছে, কই তিনি তো কোন ব্যবস্থা নিলেন না, অথবা তিনি অভিযোগগুলোর সত্যতা  যাচাই-বাছাই করতে একবারও সরে জমিনে এখানে আসেননি, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি বিএনপির রাজনীতি করি যদি কেউ আমার বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিবো।

তিনি আরো বলেন, আমাদেরকে বলা হয় আমরা জমি দখল করেছি যে জমি নিয়ে অভিযোগ সে জমি নিয়ে মামলা রয়েছে, সাদেক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর ভয় দেখিয়ে জমি দখল করেই রেখেছিল, এই জমির বিচার নিয়ে বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও এডভোকেট  সাখাওয়াত  হোসেন খান,সাবেক এমপি গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম আজাদ ভাই সকলের কাছে গিয়েছেন,এবং আজাদ ভাই আমাকে দায়িত্ব দিয়েছে যার কাগজ রাইট তাকে জমি বুঝিয়ে দিয়েছিলো,আওয়ামী লীগের ১৭ বছরে আমরা হামলা মামলা জর্জরিত ছিলাম জেল খেটেছি, আমাদের অনেকের জমি দোকানপাট দখল করে নিয়েছিলো, সেগুলো এখন দখলমুক্ত করতে গেলে আমরা দখলবাজ। আমরা স্বচ্ছ সুন্দর  রাজনীতিতে বিশ্বাসী বিএনপি ভারপ্রাপ্ত ও রাষ্ট্র নায়ক  তারেক রহমানের  নির্দেশ চাঁদাবাজ দখলমুক্ত সমাজ জাতি এবং দেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, আমরা মনে করি কোন কাদা ছোড়াছুড়ি না করে  রাষ্ট্র নায়ক তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে একটি বৈষম্য বিরোধী জাতি এবং সুন্দর দেশ গড়তে চাই।

এ সময়  লিটন বলেন,আমি বন্দর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত  হই আমার সাথে সম্মেলনে ভোটের মাধ্যমে হেরে যান,সাখাওয়াত হোসেন খানের প্রার্থী মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ভোটে হারিয়ে যাওয়ার পরেই আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছেন,আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখলসহ নানা অভিযোগ এনে  বহিষ্কারের দাবি করে কেন্দ্রে আবেদনের ঘটনায় আলোচনা সৃষ্টি হয়েছে।

এ সকল অভিযোগ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রানদিত, আমরা এগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি।

দখলমুক্ত সমাজ জাতি এবং দেশ গড়তে আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই,এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে একটি বৈষম্য বিরোধী জাতি এবং সুন্দর দেশ গড়তে চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর