নিজেস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মী সভা রবিবার (১৬ মার্চ) বিকেলে ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সভাপতিত্ব করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য ওয়াদুদ সাগরের সার্বিক ব্যবস্থাপনায় এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ,
ধামগড় ইউনিয়নের জাঙ্গাল,প্রভাতী আত্ম উন্নয়নমূলক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ ওমর ফারুক (জনি) উপস্থিত ছিলেন।
তাছাড়া এসময়,ধামগড় ইউনিয়ন যুবদল নেতা গোলবক্স ভূঁইয়া রাসেল,যুবদল নেতা আল মজিবুর রহমান,সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।