জেলা প্রতিনিধি স্বাগতম কুমার বসাক:-
সিরাজগঞ্জের কামারখন্দের কুটিরচর গ্রামের এসিআই ফুড মিলের সামনে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।
রবিবার বেলা ১১.৩০ এ ঘটনা ঘটে৷ নিহত ৫ জনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মনবাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮), তাড়াশ উপজেলার ভাটড়া এলাকার রমজান আলীর দুই ছেলে নুরুজ্জামান (৫২) ও তারেক রহমান (৫৫), এবং হাসপাতালে মারা যাওয়া দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসি সুত্রে জানা যায়, নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলো মাইক্রোবাসটি ৷ অপর দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ড্রাইভার সহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।