নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিশিষ্ট ব্যবসায়ীবও সমাজ সেবক হাজী মজিবুর রহমানের নামে জমি সংক্রান্ত বিষয়ে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু তালতলা বাজারের ইয়াসিন সপিং কমপ্লেক্সে মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মজিবুর রহমানের লীজকৃত জমি নিয়ে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচার করে।এই সংবাদটি দেখে মজিবুর রহমান তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন”যে জমি নিয়ে শিপলু চেয়ারম্যান মিথ্যা সংবাদ প্রকাশ করেছে সেই জমির লীজকৃত মালিক আমি।লীজকৃত জমির পেছনে আমার ক্রয়কৃত জমি রয়েছে।আমি কারও জমিতে জোরপূর্বক দখল করতে যাইনি। নিউজে উল্লেখ করা হয় যে,আলী আকবর নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান নাকি আমি ভেঙে দিয়ে বালু ভরাট করেছি।এটাও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।আলী আকবর মিয়া নিজের তার টং দোকান সরিয়ে নিয়েছে সেখান দিয়ে নতুন রাস্তা নেয়ার জন্য।অথচ এই সত্য ঘটনাকে মিথ্যা কাহিনি সাজিয়ে একাধিক হত্যা মামলার আসামী সন্ত্রাসী শিপলু চেয়ারম্যান আমার নামে মিথ্য রটিয়েছে। সরেজমিনে তালতলা বাজারে গেলে স্থানীয় এলাকাবাসী জানান,বাগবাড়ি এলাকার হাজী মুজিবুর রহমান একজন ভালো ও পরোপকারী মানুষ।তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি।অন্যদিকে সাবেক চেয়ারম্যান শিপলু এই তালতলা বাজারের যে জমি নিয়েছে সেগুলো অসহায় মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে নিয়েছেন।শিপলু চেয়ারম্যানের নিজস্ব সন্ত্রাসী বাহিনীর ভয়ে এতোদিন মানুষ কথা বলতে পারেনি।বর্তমানে ফ্যাসিস্ট শক্তি আওয়ামীলীগের পতনের পর শিপলু তার দলবল নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।আমরা শিপলু চেয়ারম্যানের বিচার দাবী জানাচ্ছি এবং তার নামে এতো গুলো হত্যা মামলা থাকার পরও তাকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি যে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে এই জামপুর বাসী তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি পাবে।