নিউজ ডেস্কঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দূপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা বিষয়ক শীর্ষক আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফারের সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,সদ্য সাবেক প্রধান শিক্ষক এ কে এম রেজাউল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও অভিবাবক সদস্য বিদ্যালয়ের সোলাইমান হোসেন সুজন,ইউপি সদস্য শাহিনা আক্তার, অভিভাবক সদস্য কামাল হোসেন,সনমান্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল হোসেন,আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন প্রধান, সনমান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম টিক্কা খাঁন,ইউপি সদস্য এস এম আলমগীর স্কুল শিক্ষক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, মান সম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে হবে। গুণগত শিক্ষা দিতে হবে। আর এটি নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেইসঙ্গে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ অর্থায়নে ৮০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রি তুলে দেন ।