বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে হেলাল গংদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁদাবাজি জমি দখলের একটা অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো ঃ মাজারুল  ইসলাম হিরন সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে লোকজ উৎসব ২০২৫ শুরু আগামী ১৮ জানুয়ারি  সোনারগাঁয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্বার ঘটনা বিএনপি নেতাদের শালিসে ১৩ লাখ টাকায় রফাদফা কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন গীতা রানী বসাক ।

কাঁচপুরে বড় ভাইয়ের দাতের কামড়ে ছোট ভাইয়ের বৃদ্ধা আঙুল বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

নিউজ ডেস্ক:-
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় আজ শনিবার দুপুরে আপন বড় ভাইয়ের নির্মম প্রহারে সাউথ আফ্রিকা প্রবাসী ছোট ভাইসহ ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এসময় বড় ভাইয়ের দাতের কামড়ে ছোট ভাইয়ের ডান হাতের বৃদ্ধা আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকাবাসী আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে সাউথ আফ্রিকা প্রবাসী আল আমিন দীর্ঘ এক বছর আগে দেশে এসে তার পৈত্রিক বাড়িতে বসবাস করার চেষ্টা করে। এসময় তার বড় ভাই জাকির হোসেন ও তার স্ত্রী সাথী বেগম আল আমিনকে তার পৈত্রিক বাড়িতে বসবাস করতে বাধা দেয়। এঘটনার পর থেকে আল আমিন ভাড়া বাসায় বসবাস করে আসছিল। দীর্ঘদিন পর গতকাল শনিবার দুপুরে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আল আমিন তার পৈত্রিক বাড়িতে উঠার চেষ্টা করলে তার বড় ভাই জাকির হোসেন ও তার সহযোগীরা বাধা দেয়। এসময় জাকির হোসেন তার সহযোগীরা ছোট ভাই আল আমিন ও ছোট বোন ইয়াসমিন আক্তারকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। একপর্যায়ে জাকির হোসেন তার ছোট ভাই সাউথ আফ্রিকা প্রবাসী আল আমিনের ডান হাতের বৃদ্ধা আঙুল দাতে কামড় দিয়ে কেটে ফেলে। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় রাতে আহত ছোট বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় বড় ভাই ও ভাবির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলম জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর