নিউজ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস” (১০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।
বুধবার বিকেলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনুমানিক ৪.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর একমাত্র কন্যার মৃত্যুতে স্থানীয় কাঁচপুর এপোলো হাসপাতালের এমডি মোঃ মাসুম বিল্লাহ,ও এপোলো হাসপাতালের চেয়ারম্যান মেহবুবা সুলতানা ময়না এবং কর্মচারী বৃন্দরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোক বার্তায় মোঃ মাসুম বিল্লাহ মরহুম জান্নাতুল ফেরদৌসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।